| |
               

মূল পাতা সারাদেশ মহানগর চট্টগ্রামে ১৪ দলের গণসমাবেশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১০


চট্টগ্রামে ১৪ দলের গণসমাবেশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১০


রহমত নিউজ ডেস্ক     31 May, 2023     06:43 PM    


চট্টগ্রাম মহানগর ১৪ দল আয়োজিত গণসমাবেশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর যুবলীগ নেতা ওয়াসিম উদ্দিন চৌধুরীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

আজ (৩১ মে) বুধবার বিকাল ৫টার দিকে কোতোয়ালি থানার জেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। গণসমাবেশের মঞ্চে ১৪ দলের চট্টগ্রামের সমন্বয়ক খোরশেদ আলম সুজন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ নেতারা ছিলেন।

জানা গেছে, দেশে শান্তিশৃঙ্খলা, স্থিতিশীলতা, এবং উন্নয়নের ধারাবাহিকতা বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে মিছিল নিয়ে ঢোকার পথে এমইএস কলেজের সাবেক ছাত্রলীগ নেতা আরশাদুল আলম বাচ্ছু এবং ১৩ নম্বর পাহাড়তলি ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে দুইপক্ষ ইটপাটকেল ছোড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়। পরে পুলিশ এবং আওয়ামী লীগের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে সংঘর্ষ থামে এবং আধাঘণ্টা পর সমাবেশ শুরু হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, মিছিল নিয়ে ঢোকার পথে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম